ফাল্গুনী রূপ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ১৪-০২-২০২৩, মঙ্গলবার।


ফুল ফুটেছে বাগ হেসেছে
বসন্তরাজ এলো তাই,
প্রকৃতির এই শোভাদানে
ফাল্গুনী গান আমরা গাই।


শাখায় শাখায় কচি পাতায়
যৌবনে রূপ এই ধরায়,
ভালোবাসার আলিঙ্গনে
প্রেম পরশে সব জড়ায়।


ভ্রমর ছুটে মধুর টানে
পুষ্পমালার ওই ঘ্রাণে,
আহ্লাদিত উন্মাদিত
ফাল্গুনী খোশ মন বানে।


মিষ্টি মধুর কোকিলের সুর
ফুল ফোটা গাছ মগডালে,
পাল তুলে ধায় মাঝিরা ভাই
ডিঙি নায়ের মাছ জালে।


দখিন হাওয়ায় গায় শিহরণ
মন ময়ূরী হায় নাচে!
মন উতলা যায় যে বেলা
ডাক দিয়ে কয় আয় কাছে।


বিহগ উড়ে নীলের নিচে
কিচিরমিচির সুরের তান,
হাজার ফুলের সুবাস পেয়ে
যৌবনে রঙ জুড়ায় প্রাণ।