বাংলাদেশের চৌষট্টি জেলা
মোঃ ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৮
রচনাঃ ১৬-০১-২০২৩, সোমবার


রাজশাহী আর নবাবগঞ্জ
বিখ্যাত ভাই আমে,
সন্দেশ ঘিও পাবনা জেলার
গাজীপুর ঢাকা জামে।


পঞ্চগড়ের অর্গানিক চা
বরগুনা নারকেল,
আরো এক গ্রাম ওই কাদিপুর
জন্মায় আতা বেল।


মেহেরপুরের রসকদম্ব
জামরুল জলপাই,
তরমুজ ক্ষীরা চাঁদপুরে হয়
শেরপুরে লেবু ভাই।


লক্ষ্মীপুরের সুপারির চাষ
পিরোজপুরের পেয়ারা,
খুলনাতে হয় গলদা চিংড়ি
বরিশালের আমড়া।


বগুড়ার দই, কটকটি আর
খাগড়াছড়ি হলদি,
কিশোরগঞ্জে বালিশ মিষ্টি
নওগাঁতে চল্ জলদি।


কক্সবাজারে মিষ্টি, পান ও
কুমিল্লা খদ্দর,
গাইবান্ধার রসমঞ্জরী
নোয়াখালী কদ্দূর?


মোষের দুধ ঘি ভোলা আর ফেনী
কুষ্টিয়া তিল খাজা,
রংপুরের আখ যশোরের খই
গোপালগঞ্জে রাজা।


নড়াইলের-ই খেজুরের রস
নাটোরে কাঁচাগোল্লা,
চুয়াডাঙ্গায়  ভুট্টা ও পান
জামালপুরের মোল্লা।


শিবগঞ্জ ও টাঙ্গাইলের
চমচমের সৃষ্টি,
কিশোরগঞ্জ, নেত্রকোনার
মিঠা বালিশ মিষ্টি।


দিনাজপুরের সিদল,পাপড়
ঝিনাইদহের ধান,
লবণ ময়দা ঝালকাঠীতেই
চট্টগ্রামের বান।


মানিকগঞ্জ, মাদারীপুর ও
খেজুর ফরিদপুরে ,
বান্দরবনে হিল জুস আর
ইক্ষুটা রংপুরে।


রাঙ্গামাটির আনারস, কলা,
মুন্সীগঞ্জে মিঠা,
নরসিংদীর সাগর কলা ও
যশোরের খই পিঠা।


রোগ প্রতিরোধে নীলফামারীতে
করোসল ফল হয়,
বাগেরহাটের  কাগুজেলেবু ও
বেল আতা আম রয়।


ফলের-ই রাজা কাঁঠাল'ও হয়
ব্রাহ্মণবাড়িয়ায়,
রাজবাড়ী আর সাতক্ষীরাটা
মাগুরা রসমালাই।


পানিতোয়া আর ধানসিড়িঁ দই
সিরাজগঞ্জে পাই,
পাঁলেয়ার চা ও কমলা'রে ভাই
সিলেট ছাড়া যে নাই।


গাছার মণ্ডা খাদ্য বাহার
ময়মনসিংহের,
আমের আচার টক ঝাল মিঠা
নারায়ণগঞ্জের।


ঠাকুরগাঁও এ সূর্য্যপুরীর
সু-স্বাদু ফল আম তা,
চাম কাঁঠালের মিষ্টি গন্ধ
মৌলভীবাজার পা।


চটপটি খাও জয়পুরহাটে
শরিয়তপুর বিবি,
হবিগঞ্জের চায়ের আড়ৎ
কুড়িগ্রামের'ই জিবি।


পঞ্চগড়ের ড্রাগনের চাষ
বঙ্গভূমির মাঠে,
কমলা মাল্টা উৎপাদনেও
লালমনিরহাট এ।


সুনামগঞ্জে শিমুল বাগান
যাদুখুটার'ই নদী,
দেখতে বাহার কী চমৎকার
চলছেই নিরবধি!


শিশু কিশোরের থাকবে স্মরণ
রাখবে সবাই মনে,
তাই লেখা এই কব্যখানায়
খুব চেতনার সনে।


চৌষট্টিটি জেলার-ই নাম
নিয়ে হেথায় এলাম,
অন্তে জানাই শুকরিয়া রব
তব চরণে সেলাম।