ফুল ও নারী
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০১-২০২৩ ইং


ফুল ফোটে ভ্রমর আসে
কত রঙে রঙে,
ঝরে গেলে সে বাতাসে
থাকে নাকো সঙ্গে।


পদে পদে পথে ঘাটে
পা'র তলে পিষ্ট হয়,
কারো কাছে ভুলক্রমে
কখনো যে কৃষ্ট নয়।


নারী তুমি পুষ্প ন্যায়
ষোলোতে রূপ অঙ্গে,
পুষ্প থেকে খুব দামি
অবয়ব এ চঙ্গে।


ফুল যদি ঝরে হায়
যায় শুধু তার ঘ্রাণ,
প্রকৃতির এ নিয়মে
হয় নাকো হানি মান।


তব অঙ্গে কর্দময়ে
লাগে যদি কোনো দাগ,
ষোলোআনা আয়ু মিছে
ভাবে সবে ধৃষ্টা নাগ।


ফুল নারী সম দুই
ঝরে গেলে অবক্ষয়,
সতী নারী চিরদিনই
সর্ব চূড়ায় নিত্য রয়।