গরিব লোকের আর্জি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৪-০৭-২০২৪ ইং
বড়লোকের বাড়ি-গাড়ি
বসত এসি ফ্যানে,
দেয় না নজর গরিব দুখীর
দুঃখ জ্বালার ধ্যানে।
অর্থকড়ি স্বর্ণদানা
সিন্দুকে রয় ভরা,
গরিবী হাল চিরদিনই
তীব্র খরায় ধরা।
সুখবিলাসী জীবন তাদের
কলম ঘোরার কামে,
দিনমজুরির গতর ভিজে
বৃষ্টি ও রোদ ঘামে।
সুখমহলের রাজ্যতে বাস
দুঃখ কাকে বলে,
বুঝে না হায় কষ্টে কেমন
নয়ন ভরে জলে?
দীর্ঘশ্বাসে করুণ স্বরে
আর্জি প্রভুর দ্বারে,
গরিব হয়ে জন্মেছি তাই
পাপের বোঝা ঘাড়ে।
কষ্ট জ্বালা আসুক যতই
সইতে যেন পারি,
বানাও হে রব তেমন করে
ধৈর্যধারণ'কারী!