গ্রাম্য খরা
ইব্রাহিম হোসেন

প্রবল খরা তপ্ত ধরা
অগ্নি ঝরা দিনে,
শীতল পাটি তালের পাখা
আনবে ঘরে কিনে।

বটের তলে ঠাণ্ডা বায়ু
পরান জুড়ে বসে,
কৃষাণ ছেলে শীতল হতে 
সিক্ত মাটি রসে।

টিনের ঘরে চাটাই দিবে
বাঁশের বাতা কোঠা,
বাঁশতলাতে ঘর বাঁধিবে
ঠাণ্ডা বাড়ি গোটা।

উষ্ণ খরা গরিব দুখী
কাজ করে যে মাঠে,
বিকেল বেলা তপ্ত দেহ
জুড়ায় নদী ঘাটে।

বৃষ্টি এলে সবাই মিলে
একসাথে যে ভিজে,
গ্রামের ছেলে মেয়েরা সব
আনন্দতে কী যে! 
==========


বিদ্যালয়ে তালা
ইব্রাহিম হোসেন

শিক্ষা দিয়ে  ভুবন গড়ে
শিক্ষা জ্ঞানের আলো,
শিক্ষা ছাড়া জীবন ভুবন
অন্ধকারে কালো।

হাট বাজারে শপিংমলে
নাই করোনার  জ্বালা,
সকল কিছু খোলা শুধু  
বিদ্যালয়ে তালা।

ইশকুল কলেজ মাদ্রাসা আর
ভার্সিটি ও বন্ধ,
শিক্ষা জাতির মেরুদণ্ডে
ধরছে পঁচন গন্ধ।

ছাত্র ছাত্রী বন্দি ঘরে
বিলুপ্ততে শিক্ষা,
শিক্ষা নামক জ্ঞানটা তাদের
দাও সবে দাও ভিক্ষা।

আর করো না পাঠ্যাদানের
পাঠশালাটা বন্ধ,
পাঠ্যজ্ঞানের অভাব হলে
দেশ ও জাতি অন্ধ।
===========