গ্রীষ্মের উত্তাপ
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ১৩-০৫-২০২৩, 


গ্রীষ্মের এ মৌসুমে
                  ধরণীটা উলমুক
তুঙ্গতে আসমান
             নেই তাতে জলমুক।


উদ্বেগ হায় হায়
                     হেন অনাবৃষ্টি
কোন পাপে পোড়ে ভূম
                      অনলের সৃষ্টি!


দিবাযামী শঙ্কাতে
               অবনীর কোলাহল
তেষ্টায় ফাটে বুক
                   শূন্যতা জনবল।


কম্পিত চিত্ততে
               কৃষাণের হাহাকার
ঈশানের নৃত্যতে
                  প্রলয়ের ওঙ্কার।


পানি বিনা জলাশয়
                      ফাটলে ভূপৃষ্ঠ
উত্তাপ তাড়নায় 
                     হয়নি তা কৃষ্ট।


ভস্মতে মাঠঘাট
                     ধ্বংসতে শিম্বি  
এ যমের শিঙ্গা'র
                  মৃত্যুর তম্বি।                 


বিভীষণে উদ্ভব
                   জনমনে ঝঞ্ঝাট
তুলে হাত একসাথ
                সমবেত কনসার্ট।


পাপ-তাপ গ্লানি যত
                   মুছে করো ইব্বি
ভূমে দাও শীতলতা
                 হে মালিক রাব্বি!



কিছু শব্দার্থঃ
উলমুক - অঙ্গার,
জলমুক - মেঘ,
তম্বি- তর্জন, ক্রোধে গর্জে ওঠা।
ইব্বি- স্বাভাবিক, ভাগ্যবান, উদার, উপযুক্ত, মনোযোগী, অস্থির।
তুম্বি- এক প্রকার খোলা দিয়ে তৈরি  বাদ্যযন্ত্র।
শিম্বি - ধান জাতীয় ফসল বা শব্জি জাতীয় ফসল।