গুরুর চরণ ধরো
ইব্রাহিম হোসেন
শিক্ষা হলো বিশ্ব ভুবন
গড়ার ভবে শক্তি,
শিশু কিশোর পাঠশালাতে
পাঠ্যতে হও রক্তি।
জীবনে সুখ পেতে হলে
শিক্ষার আলো জ্বালো,
মনের আঁধার দূর হবে যে
বাসবে সবে ভালো।
শিক্ষা আছে যার ভিতরে
সেই তো জ্ঞানী ভবে,
মূর্খতা সব দেশ সমাজের
বোঝা হয়ে রবে।
জ্বালতে হবে জ্ঞানের মশাল
প্রতি ঘরে ঘরে,
বিশ্বতটে উন্নতিতে
মানব সেবার তরে।
শিক্ষা আলো শিক্ষা ভালো
শিক্ষায় জীবন গড়ো,
জ্ঞানার্জনে শিক্ষা নিতে
গুরুর চরণ ধরো।