শুভ জন্মদিন
ইব্রাহিম হোসেন

আজকে আমার আম্মু জানের
শুভ জন্ম'দিন,
সারা জীবন বাজুক মনে
এমন সুখের বীণ।

জনম জনম থাকুক তোমার
হাসি মাখা মুখ,
আম্মু তোমার ওই হাসিতে
পাই যে মনে সুখ।

স্বপ্ন আঁকি দুটি চোখে
আশায় বাঁধি মন,
দিবানিশি মন হরষে
কাটবে সারা'ক্ষণ।

আম্মু তুমি ওই বিধাতার
সেরা উপ'হার,
রব সমীপে শোকর গুজার
করি হাজার বার।

জন্ম দিনের শুভেচ্ছা টা
দিলাম তোমায় আজ,
চিরদিনই রবে তুমি
থাকবে সুখের তাজ।

শুভ দিনে প্রার্থনাতে
তুলি দুটি হাত,
মাওলা তুমি কবুল করো
বাবার মুনাজাত।

রচনা : ১৫-০৫-২০২১ ইং, শনিবার।