হারাম সম্পদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০১-২০২৪ ইং


শূন্য হাতে জন্ম তোমার এ পৃথিবীর 'পরে,
এতিম ছিলে সবই পেলে ভরলো গোলা ঘরে।
সুদ ও ঘুষে বাঁধলে কষে দালানবাড়ি ওরে!
চিন্তা তো নাই ওই মনে ভাই সারাজীবন ভরে।


হারাম কামাই বাজাও সানাই দিনদুপুরে চুরি,
কলম খোঁচাও শীর্ষে পোঁছাও উড়াও নভে ঘুড়ি।
জায়গা পরের করলে ঘরের দখল স্বর্ণ খনি,
পুনর্বাসন উচ্চে আসন বিশ্বসেরা ধনী।


ভাবছো নাজাত দিলেই যাকাত লোক দেখানোর তরে,
সরল সোজা নামাজ রোজা মাথায় টুপি পরে।
মনের লালন হজ্জ ও পালন দূর মদিনা ঘুরে,
ভীষণ পাজি পাক্কা হাজি দ্বীন থেকে খুব দূরে।


ভাবনা কোথায় নাই কি মাথায় সেই অভাগার লাগি ?
ভূম হরণে যার জমিনে সেই হলো আজ দাগি!
হয়নি তোমার নামাজ রোজা হয়নি যাকাত প্রদান,
সাচ্চা মুমিন হওনি তুমি হওনি নেতা প্রধান।


ভাবছো ধামে সুখের ঘুমে থাকবে চিরদিনই ?
ভাবনা মিছা জবর দখল সাধের জীবন ঋণী।
পাপের বোঝা নয় তো সোজা পাহাড় সমান ভারি,
হারাম টাকার এ বলিদান রব দিবে না ছাড়ি।


যতই সাজো দরবেশ  সাধু যতই থাকো দানে,
লাভ হবে বা জীবন বৃথা ভাসবে দুখের বানে।
অবৈধ ধন কুরে কুরে খাবে দেহ খানা,
জাহান্নামের তলদেশে পাবে না হায় পানা!