অন্তরে অন্তরে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৬-০৫-২০২৩ ইং


অন্তরে অন্তরে
যাদু করে মন্তরে
হৃদয়ের মণিকোঠে দিয়েছি যে ঠাঁই,
আজ এই সংগীতে
দু'জনার সন্ধিতে
ভালোবাসা, প্রেম-প্রীতি খুঁজে খুঁজে পাই।।


ও প্রিয়া! ও প্রিয়া!
দেখো চোখ মেলিয়া,
তুমি ছাড়া এ জীবন আঁধারে হারায়!
দূর দূর দূর দূর দূর নীলিমায়।


তুমি সুখ আর দুখ
সবচেয়ে প্রিয় মুখ
কাছে এসে ভালোবেসে নাও বুকে নাও,
যত প্রেম পৃথিবীর
দানে ওই নিয়তির
উজাড় করে ঢেলে সবই মোরে দাও।


ও প্রিয়া! ও প্রিয়া!
শোনো মনো দিয়া,
ইহ-পরকালে আমি তোমাকেই চাই।
তুমি ছাড়া এ জীবন আঁধারে হারায়!
দূর দূর দূর দূর দূর নীলিমায়।


বসন্ত শরতে
পরতে পরতে
স্নিগ্ধ প্রেমে তব ব্যাকুল এই দিল,
জীবনে মরণে
তোমারই কারণে
সঁপিলাম নিজেকেই মেরে প্রেম সিল।


ও প্রিয়া! ও প্রিয়া!
শোনো মনো দিয়া,
চাওয়া পাওয়ার শেষ আর কিছু নাই।
তুমি ছাড়া এ জীবন আঁধারে হারায়!
দূর দূর দূর দূর দূর নীলিমায়।