হৃদয়ের সরোবরে
মোঃ ইব্রাহিম হোসেন


না,না,না,না পারবে না, পারবে না তুমি,
শূন্য, শূন্য করে এই হৃদভূমি,
একা চলে যেতে ;
মরণের ডাকে যদি দাও তুমি সাড়া,
সাথে নিও ওগো বিবি সাথে নিও ত্বরা,
মোর প্রেমে মেতে।


কথা আছে তুমি আমি একসাথে যাবো,
সুখ,দুখ,গ্লানিগুলো ভাগ করে নেবো,
পাশাপাশি গোরে ;
অভিমান করে কেনো যেতে চাও আজ?
দু-চোখের জলে ফেলে শিরে দিয়ে বাজ,
বেদনার কোরে।


তুমি বিনে বাঁচি বলো কীভাবে গো আমি ?
সেই নর ভবঘুরে অভাগা এ স্বামী,
নাই কোনো মূল ;
মরুভূমি বালুচরে এ জীবন খানি,
পিপাসিত আত্মার এ কেবা দিবে পানি?
পথের এ ধুল।


মহান রবের কাছে একটাই চাওয়া,
ইহ-পরকালে শুধু তোমাকেই পাওয়া,
চাই তব দেখা ;
চেয়ে দেখো প্রাণবিবি ঝরে অবিরল,
হৃদয়ের সরোবরে আঁখি ছলছল,
যেয়োনা গো একা।



সকল কবি, পাঠক পাঠিকার প্রতি আমি দোয়ার কাঙ্গাল। আমার স্ত্রী/ সহধর্মিণী খুব অসুস্থ। তাকে ছাড়া আমার সংসার অচল। তার কিছু হলে সব ভেসে যাবে। মাকেও দেখাশোনার করার জন্য কেউ নাই। আমার স্ত্রীর জন্য আমি সকলের কাছে দোয়াপ্রার্থী।  সকলেই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেম তাকে সুস্থতা দান করেন - আমিন। 🤲🤲🤲🤲