ইঁদুর চোর
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৬/০৫/২০২২, শুক্রবার।


গাছের কাঁঠাল হুল ফুটানো
বরই গাছের বরই নাই,
সকাল বেলায় বরই তলায়
চামড়া ছিলা আঁঠি পাই।


ঝিঙা তোরাই মিষ্টি কুমড়ো
কুরে কুরে নিত্য খায়,
দিনের বেলায় ভালোই থাকে
রাত পোহালে হায়রে হায় !


নিজ ঘরে হয় চোর ডাকাতি
চোর যে বলি কাকে ভাই ?
লবণ চুরি, মরিচ চুরি
আদা ঘরের তাও তো নাই।


পিঁয়াজ রসুন চাল থাকে না
হলুদ গুঁড়া কোথায় যায় ?
রান্না করতে চুলার কাছে
বৌ ঝি বলে হায় হায় হায়!


শ্বাশুড়ি কয় কও কি যে মা
বলতে লাগে ভীষণ লাজ,
ঘরের কোণে বাসা বাঁধা
ইঁদুর ব্যাটার ঠিক এ কাজ।