ঈমান ছাড়া জীবন মাটি
মোঃ ইব্রাহিম হোসেন


নামাজ কালাম নাই কিছু তোর
জোর ঈমানের দাবি,
নামাজ ছাড়া মুক্তি পণের
চাবি কোথায় পাবি ?


নামাজ রোজা হজ্জ্ব ও যাকাত
আর কালিমার বাণী,
ইসলামের এই স্তম্ভ পাঁচ
মানলে রাজা রানী।


যতই করিস দান ও খয়রাত
নাই যে মু্ক্তির আশা,
মরণ পরে কবর ঘরে
বুঝবি সর্ব নাশা।


নামাজ রোজার বিচার হবে
কবরে তোর আগে,
উত্তরে তুই সফল হলে
ফুটবে রে ফুল বাগে।


নামাজ বিনা হয় না কভু
ঈমান মজবুত খাঁটি,
ঈমান খাঁটি না হলে ভাই
জীবন হবে মাটি।