আন্তর্জাতিক পুরুষ দিবস
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২০-১১-২০২৩ ইং


ঊনিশ তারিখ নভেম্বরের দিনকে করি স্মরণ,
আন্তর্জাতিক পুরুষ দিবস শ্রদ্ধাতে তাই বরণ।
পুরুষ মানে মাথার ছাতি নারী জাতির স্বামী,
জন্মদাতা কারো পিতা সব থেকে ফের দামি।


বটবৃক্ষ গাছের ছায়া বুকভরা তাঁর মায়া,
সারাজীবন কষ্ট সাধন শুকায় সাধের কায়া।
ঝড়ঝঞ্ঝা বর্ষাবাদল মাথায় বহন করে,
পরিবারের একটু মুখে হাসি ফোটার তরে।


নিজের জীবন বাজি রেখে সংসারে সুখ আনে,
তবু যেন পায় না'রে দাম ভাসে নয়ন বানে।
কেমনে গড়ি সংসার ভুবন? নিজ্ নিজেকেই পুছে,
ফোস্কা পড়া দু-হাত দিয়ে অশ্রু চোখের মুছে।


পথ দিশারি নাও য়ের নাবিক বৈঠা ধরে হাতে,
সাত সমুদ্র তেরো নদী পার করে নেয় সাথে।
সকাল হলেই কর্মে মাতে সন্ধ্যা হলেই ঘরে,
চক্রাকারে জীবন ঘুরে রণাঙ্গনে লড়ে।


এইভাবে তাঁর দিন কাটে হায় টাকার পেছন ঘুরে!
পাতালভেদে কর্মশালায় জাগে গগন ফুঁড়ে।
পুরুষ হলো চলার গতি সংসার রণে যোদ্ধা,
সম্মানে তাঁর হাজার সালাম এক পৃথিবী শ্রদ্ধা।