অভিমানী বৌ
মোঃ ইব্রাহিম হোসেন


এই আমি তব স্বামী ওগো প্রিয়তমা!
নাই নাই কোথা পাই এমনই রমা?
দিনে রাতে উপমাতে কোথা দিই কমা?
শোনো শোনো নাই কোনো উপমা তো জমা।


ওগো জান অভিমান এতো কেনো মনে?
কাছে আসো ভালোবাসো রাখো সনে সনে।
হাত হাতে এক সাথে চলো প্রেমো বনে,
তুমি আমি নিশি যামী ওই নিরজনে।


কব কথা যথাযথা এ মনের যত,
আধা আধা নাই বাধা বেহায়ার মত।
নিরালাতে ইশারাতে রবো প্রেমে রত,
পাশাপাশি হাসাহাসি দু'য়ে অবিরত।


মান ভুলে নাও তুলে প্রেম তরী 'পরে,
যাই চলে ভেসে জলে নাও হাত ধরে।
নদী তল ফাঁপে জল কাঁপে মন ডরে,
ওই কে রে আসে তেড়ে খুব বেগে ঝড়ে!


হাসো তুমি গালে চুমি ওগো সোনা পাখি!
তুমি মোর রাত ভোর ভালে দু'টি আঁখি।
সব কাজে হৃদ মাঝে স্ব-যতনে রাখি,
এসো আজ ভুলে লাজ করি মাখামাখি।