জাগো তরুণ দল
ইব্রাহিম হোসেন


নবীন প্রবীণ জাগ্রত হও
জাগো তরুণ দল,
ভাঙতে হবে লৌহ কপাট
বাঁধো বুকে বল।


অত্যাচারীর আস্তানা আজ
ভেঙে ফেলো ভাই,
শোষণ করে খাচ্ছে ওরা
শান্তি মনে নাই।


শক্ত হাতে মুষ্টি ধরে
সমুখ পানে যাও,
সত্য পথে লড়াই করে
জয় ছিনিয়ে নাও।


জিহাদ করে প্রভুর পথে
মরণ যদি হয়,
সেই মরণকে করতে বরণ
কিসের বলো ভয়?


বজ্রকণ্ঠে আওয়াজ তুলে
ছুঁড়ে মারো তির,
তোমরা দেশের কর্ণধার ও
তোমরা দেশের বীর।
===============
.


বীর বেশে চলি
ইব্রাহিম হোসেন


বীর বেশে চলে, যাক দেহ গলে
কভু নাহি তবু ডর;
হাসি মুখে রবো,হক্ব কথা কবো
সুখে বেঁধে যাবো ঘর।


ভালো'বেসে পাশে,কত জনে আসে
হাতে হাত রাখে সব;
সুখে দুখে বলে,নয় কোনো ছলে
হৃদে জপে সদা রব।


আশা মনে জাগে, আসে অনুরাগে
মিলে'মিশে থাকি পণে ;
এক হয়ে সবে,এক সাথে রবে
ছুঁড়ে তির ওই রণে।


জয় এসে যাবে, ফুল মালা পাবে
চারি-দিকে জয় ধ্বনি,
হাসি মাখা মুখ, দূর হবে দুখ
পাবে ভবে সুখ খনি।


এসো গড়ি দেশ,নেই কোনো ক্লেশ
রবি মামা উঠে ওই,
আলো দেয় শেষে,নব রূপ বেশে
আয় সাথী তোরা কই?
============