জাগ্রত হও বিশ্ব
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২০-১০-২০২৩ ইং


ফিলিস্তিনে কাঁদছে মানুষ, কাঁদছে মানুষ শোকে!
বিশ্বমুমিন এক যদি হয় একত্ব কে রোখে?
আশি লক্ষ ইহুদিদের ফাঁদ পাতা ওই জালে,
মসজিদুল আল আকসাবাসী কী নিদারুণ হালে!


বুক ফেটে হয় চৌচির আজই ধ্বংস লীলা দেখে,
ফিলিস্তিনি শিশু কিশোর রক্ত গায়ে মেখে!
আল্লাহু এক ধ্বনির রবে তবুও তারা মাতে,
তাকবীরে এক কালিমাখান নিত্য ক্ষণের সাথে।


দুইশো কোটি মুসলমানের আবাস ভুবন 'পরে,
তবুও কেনো খাচ্ছে রে মার কাঁপছে পরান ডরে!
বলতে কি হায় পারি তবে বেইমান ওরা ভবে,
জাগবে কবে বিবেক ও জ্ঞান বুদ্ধি কবে হবে?


আর কতদিন করবে শোষণ রইবে দখল ভোগে?
ইসরায়েলের সঙ্গ দেবে মুনাফিকের যোগে।
বে-দ্বীন ওরা একত্রে আজ বিশ্ব শাসন করে,
নবীর উম্মত কেমন তোমরা ক্যামনে থাকো ঘরে?


তোমার ভাইয়ের রক্ততে লাল ফিলিস্তিনের মাটি,
ভোগ-দখলে গড়ছে ওরা উৎপীড়নের ঘাঁটি।
জাগ্রত হও বিশ্ব মুসলিম ঐক্যতে রও জুটি,
বজ্রাঘাতে জাপটে ধরো ইসরায়েলের টুঁটি।


রক্ষা করো প্রথম কেবলা মসজিদুল আল আকসা,
ধ্বংস করো ইহুদিদের নীল নকশা আর মাকসা।
আর ঘুমে না মস্তক ওঠাও শান্তি আনো ভূমে,
ফিলিস্তিনের পুণ্য ভূমি তাকবীরে দাও চুমে।