জামাই বাবুর মন খারাপ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-০৮-২০২৩ ইং


জামাই বাবু পাঞ্জাবি গায় যাচ্ছে শ্বশুর বাড়ি,
ফলফলাদি সঙ্গে আরও মিষ্টি ভরা হাঁড়ি।
শ্বশুর বাড়ির রাস্তা কাদা হায়রে!
কপালে হাত ক্যামনে জামাই যায়রে?
বর্ষাকালে বাদল ঝরে কোথায় পাবে গাড়ি?


দুলা ভাইয়ের ভাবনা দেখে আসে শালা-শালি,
মনটা যে তার বেজায় ভারি ফলভরা তার ডালি।
শালা বলে নেন দুলাভাই সালাম
তারপরে কন থাকলে বলার কালাম,
কইরে শালা মাথার ছাতি দেয় ধমকে গালি!


ও দুলাভাই ভুল হয়েছে আনতে মাথার ছাতি!
বর্ষাকালের ঢল নেমেছে নামবে আঁধার রাতি।
প্যান্ট খুলে তাই লুঙ্গি পরেন ভাইয়া!
অঙ্গ ভেজা মুছবেন বাড়ি যাইয়া,
কয় দুলাভাই মেজাজ গরম মারবো ছুঁড়ে লাথি।