জানালার পাশে
মোঃ ইব্রাহিম হোসেন


জানালার পাশে বসে দিন গুনে যাই,
সব কিছু আছে মোর প্রিয় তুমি নাই।
নিরালায় চুপিচুপি ভাবি সারাক্ষণ,
কিবা দোষ ছিলো তাই দিলে জ্বালাতন?


সখা তুমি কোথা আছো খুঁজে ফিরি তায়,
কোথা গেলে পাবে মন তোমাকে যে চায়?  
অভিমান করে গেলে নাই কাছে আজ,
একা একা লাগে গাঁয়ে বেরুতে যে লাজ।


বিষাদের ছাপ মাখা দেখো এই মুখ,
তুমি বিনা দুখে থাকি নাই মনে সুখ।
বাতাসের গতি পায় এলোমেলো চুল,
সব কাজে হয়ে যায় আজ শুধু ভুল।


তোমায় হারিয়ে এই চোখে ঝরে নীর,
সুরে সুরে ডাকে মন কাছে এসো ফির।
অধরে অধর রেখে প্রেমে দেবো চুম,
পরশে পরশ মেখে দিয়ে যাবো ঘুম।


আর কত দিবে বলো জ্বালা বিষময়?
প্রিয়তম বিনে দেহ তিলে তিলে ক্ষয়।
মেঘ হয়ে দূরাকাশে ভাসো কোন সুখে?
বাদলের মত ঝরে পড়ো এই বুকে।


(তারিখঃ ০৭-০৬-২০২২, মঙ্গবার ১২ঃ২২ এ,এম)