যেদিন পড়বে মনে
মোঃ ইব্রাহিম হোসেন


আমাকে যেদিন তব পড়বে মনে,
কাঁদবে সেদিন জানি সঙ্গোপনে।
বুঝবে সেদিন মোরে দোষ ছিলো না,
কতটা পেয়েছে মন দুখ যাতনা ?


থাকবো না সেই দিনে কাব্য রবে,
দেখবে দু-চোখ জুড়ে আঁধার ভবে।
না বলা কথা যে যত পুঁথি গাথাতে,
পড়বে নয়ন মেলে সন্ধ্যা প্রাতে।


কতটা ছিলো যে প্রেম তোমার তরে,
সকলের অগোচরে বুকের ঘরে।
তুমি বিনে হাহাকার ব্যথার জ্বালা,
সয়েছি হয়েছে মোর গলার মালা।


দুঃখ বিষাদ কত কখনো তুমি!
বুঝোনি বুঝোনি বুকে শূন্য ভূমি।
লালসার মায়াজালে বন্দি ছিলে,
তাই তো দিয়েছো সদা দুঃখ দিলে।


সয়েছি কেমনে তা বুঝবে তখন ?
কাব্যের ছন্দতে পড়বে যখন।
অনুভবে নিরালায় দেখবে চেয়ে,
তোমার আশাতে আছি মিষ্টি মেয়ে।


পাবে না সেদিন আর আমাকে খুঁজে,
দুঃখ থাকবে সদা মত্ত যুঝে।
ভাসবে চক্ষু বুজে চোখের জলে,
মনটা তোমার যদি তখন গলে!


(রচনা: ১৯-১২-২০২৩ ইং )