জেগে উঠো নারী
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪-১

নারী তুমি শক্তিশালী শক্ত দুটি হাত,
রুখে দাঁড়াও প্রতিবাদে করো প্রতি'ঘাত।
নও কখনো ভোগ বিলাসের কারো কাছে ত্রাণ,
সবার মতো তোমার'ও তো আছে ভবে মান।

ছিনিমিনি খেলছে যারা তোমায় নিয়ে আজ,
আগুন জ্বেলে ধ্বংস করো কুচক্রেরই সাজ।
তোমার তরে ভুবন দেখা শ্রেষ্ঠ মায়ের জাত,
নারী তুমি বোন ও বধূ আলোকিত রাত।

অপবাদ ও লাঞ্ছনারই মুছে ফেলো দাগ,
শক্ত হাতে মুষ্টি ধরে জাহির করো রাগ।
নির্যাতনের শিকার হয়ে আর থেকো না আর,
তোমার'ও তো সম্মান আছে,আছে অধি'কার।

তোমায় ভোগের লোভে যারা ফেলছে প্রেমের ফাঁদ,
দাও ভেঙে দাও বিষের তিরে ষড়যন্ত্রের বাধ।
না নতো শির তোমরা ও বীর জাগ্রত হও সব,
নয় পরাজয় হবেই তো জয় স্মরণ করো রব।

তাদের সাথে ন্যায়ের পথে আয়'রে তরুণ দল,
বজ্রকণ্ঠে আওয়াজ তুলে বাঁধ বাহুতে বল।
অত্যাচারী ধর্ষণকারী বিনাশ করি চল্,
মুছতে নারীর দুটি চোখের কষ্টে ঝরা জল।