যেমন রাজা তেমন সাজা
ইব্রাহিম হোসেন

নারী হলো সহজ সরল
খুব কোমল তার মন,
একটু পেলেই ভালোবাসা
হয় সে প্রিয়'জন।

নারীদেরকে নষ্ট করে
পুরুষ জাতি ভাই,
সেই পুরুষই হায় অকালে
নির্যাতিত তাই।

অবলা ওই নারী ভেবে
লুটেপুটে খায়,
খাওয়ার শেষে ছুঁড়ে ফেলে
আর নাহি তো চায়।

সেই পুরুষের এমন সময়
কভু হাজির হয়,
কোনো নারীর বিষের ছোঁয়ায়
সাধের জীবন ক্ষয়।

আতা গাছে ডাকছে পাখি
ডালিম গাছে মৌ,
যেমন রাজা তেমন সাজা
থাকতে ঘরে বৌ।