ঝড় বাদলের পাঠশালা
মোঃ ইব্রাহিম হোসেন


ঝড় ও বাদল মাথায় করে
বই খাতা সব হস্তে ধরে
যাচ্ছে খোকা পাঠশালায়,
রাস্তা ছিলো কাদামাটি
সাজ ছিলো তার পরিপাটি
পিছলে গেলো বটতলায়!


বই খাতা তার ছিটকে গেলো
একটু গায়ে আঘাত পেলো
হাত পা ছেড়ে চিৎপটাং,
খোকার চোখে কান্না আসে
রোদন মাখা বর্ষা ভাসে
বিজলি পড়ে চটপটাং।


এ কিরে কোন শব্দ এলো
প্যান্ট বুঝি তোর ফেট্টে গেলো
বললো তারে বন্ধু এক,
খুব রেগেছে ছোট্ট খোকা
দিচ্ছিস কেনো আমায় ধোঁকা
মারবো তোরে বন্ধু দেখ।


দৌড় দিলো খুব ভয় পেয়ে যে
মারতে পারে চড় রেগে সে
করছে তারে ধাওয়া তাই,
লুঙ্গি ছিলো তার পরনে
ভয়কে ব্যাটা খুব স্মরণে
দেখছি চেয়ে তাও তো নাই।


(রচনাঃ ০৮-০৬-২০২২, ১১ঃ৫৫ পি এম)