ঝড়ের দিন
মোঃ ইব্রাহিম হোসেন


ঝড়ের বেশে বৈশাখ এসে
কাড়লো সবার ঘুম,
খোকাখুকি সবাই নাচে
আম কাঁঠালের ধুম।


একই সনে আম বাগানে
আম কুড়াবে তাই,
পুলকিত মন হরষে
খুশির সীমা নাই।


পুব আকাশে হাওয়ায় ভাসে
কালো কালো মেঘ,
প্রবল গতি হয় যে ক্ষতি
ভীষণ ঝড়ের বেগ।


তবুও রে ভাই পাড়ার সবাই
চায় যেতে আম বাগ,
আম কুড়ানোর শখ জেগেছে
জাগ তোরা ভাই জাগ!


নাই মনে ডর একটুখানি
সয় না কারো ত্বর,
ডাক দিয়ে কয় আয় ছুটে আয়
আসলো ওরে ঝড় !