জীবন বড়ই কঠিন
মোঃ ইব্রাহিম হোসেন


দিনের শেষে রাত্রি আসে
সূর্য উঠে ভোরে,
জীবন বড়ই কঠিন ভবে
বিপদ আসে দোরে।


সরল লোকের দুঃখ বেশি
মুক্তি নাহি মিলে,
অন্তরে তার রক্ত ক্ষরণ
শান্তি না পায় দিলে।


রঙিন ভুবন রঙের খেলায় 
যাচ্ছে সবই ভুলে,
সত্য সদা গোপন রেখে
মিথ্যাকে নেয় তুলে।


ভাবে না কেউ মিথ্যা আনে
ধ্বংস জীবন কুলে,
ক্ষণিক সুখের মায়ায় পড়ে
যাচ্ছে হেলে দুলে।


পাপের বোঝা হচ্ছে ভারি
যাচ্ছে টুটে পুণ্য,
ষোলোআনা এই জীবনের
বারো আনাই শূন্য।


এমন করে আর কতদিন
চলবে ভবে বলো ?
থাকতে সময় দ্বীনের পথে
ভাই বোনেরা চলো।


জন্ম নিলেই হবে মরণ
মৃত্যুটা খুব নিকট,
অপকর্মের জীবন নাশের
আওয়াজ হবে বিকট।


আজকে আছি কালকে তো নাই
পালাক্রমে সবে,
তুমি আমি আমরা সবার
কবরে ঠাঁই হবে।


আসবে না হায় সেদিন কভু
সকল কিছুই বাজে,
অল্প আয়ু শেষের পরে
লাগবে না কেউ কাজে।


পরকালের সুখ পাওয়াটা
নয় তো সহজ লভ্য,
রঙের ভুবন নয় চিরদিন
যুবা বৃদ্ধ নব্য।