যোগ্য অযোগ্য  
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৪-০১-২০২৪ ইং


কী যে আজব এ জামানা
অজুহাতের কী বাহানা
বিবেক বলি'দানে!
চিকন মাথার চিকন চুলে
অর্থ মোহে সত্য ভুলে
কী হবে তার মানে ?


নাই ধ্যানে জ্ঞান পণ্ডিত ওরা
পাতিনেতা জোড়ায় জোড়া
শক্তি বাহুর বলে,
দুর্বলেরা দিশেহারা
ভিটেমাটি সবই ছাড়া
কান্না চোখের জলে।


যোগ্য যারা পায়না আসন
অযোগ্যদের মঞ্চে ভাষণ
অসৎ লোকই নেতা,
দিনদুপুরে পুকুর চুরি
নাই ভবে তার কোনোই জুড়ি
বিশ্বভুবন জেতা।


মন যেটা চায় সেটাই করে
হয় চাটুকার স্বার্থপরে
চরণ-ধুলি চাটে,
একটু যারা উপর তলায়
তোষামোদে মনটা গলায়
শীর্ষ গুরুর বাটে।


নিচু তলায় থাকে যারা
ঘৃণার পাত্র হয় যে তারা
মুখ বুজে সব শুনে,
যোগ্যও আছে অর্থহীনের
লাখ টাকা নাই কামাই দিনের
নীরবে দিন গুনে।



চোখ মেরেছে  ( লিমেরিক - রম্য)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২৩-০১-২০২৪ ইং


ওরে আমার পাগলি বুবু পাগলা  এ মন খেপেছে,
পাশের বাড়ির একটা ছুড়ি চোখ মেরে কি চেয়েছে?
গোসসা মনে নিত্যক্ষণে তাই'রে
একবার যদি তারে কাছে পাই রে
ধরবো তারে জাপটে বুকে চোখ কেনো সে মেরেছে ?