জন্মভূমি প্রস্থান
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৪-০৬-২০২৩ ইং


মায়ের কোলে জন্ম দিয়ে
বাবা গেলেন বিদায় নিয়ে
রেখে গেলেন জন্মেরই ঠাঁই হরিশংকরপুর,
কতই স্মৃতি মনে পড়ে
দু'চোখ বেয়ে অশ্রু ঝরে
সেই থেকে আজ রইছি দূরে দুখ-বেদনার সুর।


এক জালিমের অত্যাচারে
অন্যায় আচার অবিচারে
ছেড়ে দিলাম আমার প্রিয় জন্মভূমির গ্রাম,
স্বস্তি পেতে কাদিপুরে
এলাম তবু কপাল পুড়ে
এবার বুঝি ছাড়তে হবে কাদিপুরের ধাম।


যেথাতে যাই ইবলিশের বাস
ভাঙলো সকল মনের এ আশ
আর কতকাল সইবো বলো এমন জ্বালা রব!
কেউ দেখে না গরিব বলে
ভাসি শুধু নয়ন জলে
পাশের বাড়ির অত্যাচারে করুণ কলরব!


মানবকুলে কুল না পেলাম
আল্লাহ তোমায় বিচার দিলাম
তুমি ছাড়া এই অভাগার আর তো কেহ নাই,
থানা পুলিশ সবই গেলো
অত্যাচারী বিজয় পেলো
চাই না আমি থাকতে হেথা তোমার দয়া চাই।