জনতার আক্ষেপ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৯-১০-২০২৩ ইং


দেখবো কোথায় ইসরায়েল আর ফিলিস্তিনের দশা?
বাংলাদেশের করুণ এ হাল নাই মানবিক কশা!
সোনার বাংলা হচ্ছে যে আজ ফিলিস্তিনের মত,
নিরীহ জন ডুকরে  কাঁদে কষ্টে অবিরত।


মরছে মানুষ, মরছে পুলিশ, মরছে লেখক কবি,
উঠবে না আর কখনো কি প্রভাত বেলার রবি?
দেখবো কত রক্ত ক্ষরণ দেখবো লাশের সারি,
কাঁদবো কত শোকের ছায়ায় ঝরবে কত বারি!


কেউ ধরে রয় সিংহাসনের উচ্চ আসন দানি,
সারাজীবন থাকবে সেথায় প্রশাসন তার পাণি।
কেউ বা আবার লাগাম টানে বজ্রঘাতের বাণী,
দেশটা তো নয় কারো বাপের ছাড়তে আসন খানি।


ক্ষমতার বল স্বার্থতে পর নীতির বিবেক মরা,
লোলুপের টান কশাঘাত বাণ তাই উগ্রতায়  চড়া।
কেউ না মানে কাউকে কভু রক্ত শোষণ করে,
দেশ জনগণ কাঁপছে শুধু মরছে ধুঁকে ডরে।


ন্যায়-নীতি নাই করে খায় খায় নেতার হুকুম চলে,
দিনের শেষে পকেট ভরে চামচারা সব গলে।
রণাঙ্গনে যুদ্ধরত ক্ষুদ্র নেতা মরে,
মস্ত নেতা বিলাসবহুল দালান-প্রাসাদ গড়ে।


অতিষ্ঠ রয় জনগণ হায় কোথায় বিচারপতি?
নাই সমাধান ন্যায্য বিচার সত্যতে নাই মতি।
চায় না এমন প্রশাসন আর চায় না এমন রাজা,
শান্তিতে আর শৃঙ্খলাতে দেশটা এবার সাজা।
=======================