জোড়া মন
ইব্রাহিম হোসেন


ফুল বাগানে - ফুলের ঘ্রাণে
মন উতলা হলো, 
এসো প্রিয়া - মনটা দিয়া
প্রেম কাননে চলো।


ঐ আকাশে - চাঁদ যে হাসে
মিটিমিটি তারা,
দেখবো দু'জন - মনের সুজন
বইবে খুশির ধারা।


ভ্রমর বসে - ফুলের রসে
ফোটে ফুলের কলি,
বকুল শাখে - নদীর বাঁকে 
গান ধরে যায় অলি।


সাধ যে মনে - তোমার সনে
থাকবো সারা'ক্ষণে,
কতো রঙ্গে - তোমার সঙ্গে
হারায় প্রেমের বনে। 


এই আশাতে -  প্রেম পাশাতে
বাঁধবো জোড়া খুঁটি,
চিরদিনি - ও সঙ্গিনী 
রইবো দু'জন জুটি।
==========


জোড়া মন
ইব্রাহিম হোসেন


ফুল বাগানে   ফুলের ঘ্রাণে
খুশির কতো ঢল, 
চল্ রে  প্রিয়া  মনটা দিয়া
প্রেম কাননে চল।


ঐ আকাশে  চাঁদ যে হাসে
তারা মিটি মিট,
দেখবো দু'জন   মনের সুজন
প্রেমের টানে ফিট।


ভ্রমর বসে   ফুলের রসে
মধু নিতে যায়,
বকুল শাখে   নদীর বাঁকে 
পাখ-পাখালি গায়।


সাধ যে মনে   তোমার সনে
থাকি সারা'ক্ষণ,
কতো রঙ্গে  প্রেমো ঢঙ্গে
হারায় দুটি মন। 


এই আশাতে  প্রেম পাশাতে
তুমি আমি দুই,
চিরদিনি   ও সঙ্গিনী 
জোড়া বেঁধে থুই।