যৌতুক বিরোধী আন্দোলন
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১০-০৩-২০২৪ ইং


এই জগতে সর্বসেরা কন্যা নামের ধন,
ছেলের বাবা চাও কেনো কও যৌতুকেরই পণ ?
কন্যা ছাড়া হয়নি তোমার জন্ম ভুবন 'পর,
তোমার ছেলের তরেও বাঁধে সেই মেয়েতেই ঘর।


মেয়ের বাবা কষ্ট করে করলো লালন হায়!
সেই মেয়ে তো বড় হয়ে শ্বশুর বাড়ি যায়।
শ্বশুর বাবা নিঠুর কেনো পরের মেয়ের তর?
রক্তের বাঁধন ছিন্ন করে আসলো তোমার ঘর।


সে মেহমান অতি আপন শ্বশুর বাড়ি ঠাঁই,
কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিৎ তোমার ভাই।
কেমন নীতি অনিয়ম ও কেমন বিবেক চোখ?
তোমার দাবি করতে পূরণ মেয়ের বাবার শোক!


মেয়ের বাবার পণের প্রতি তোর কেনো বল লোভ,
ও লোভাতুর স্বার্থবাদী হরণ করার ক্ষোভ?
পণের দাবি করিস কেনো তুই সমাজের কীট,
এই দাবিদার স্বার্থলোভী ঠক প্রতারক চিট।


মেয়ের বাবা তাই বলে কি নাই কোনো তার দাম ?
ইচ্ছে করে দেই ছিলে দেই তোর গায়েরই চাম।
আমার সোনার বাংলাদেশটা যৌতুক মুক্ত চাই,
বীরের জাতি সৎ সাহসী বঙ্গে কি কেউ নাই?


আয়রে সবাই সুশীল সমাজ আয় বাঁধি ভাই জোট,
যৌতুক নামের এই অভিশাপ নির্মূলে দেই ভোট।
যৌতুকবাদী জামাই বাবার আয় মেরে দেই সিল,
মার লাথি মার পণের দাবি মার পাছাতে কিল।