যুদ্ধের দামামা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-১২-২০২৩ ইং


ভীতিহীন চেতনায় যুদ্ধের দামামা,
বাজিয়ে তা মস্তকে বাঁধো বীর আমামা।
দেখো দুই চোখ মেলে জনতার রক্ত!
আর কতদিন রবে জালিমের ভক্ত ?


জেগে তুলো বিপ্লবী ঘুমন্ত মনটা,
মিছিলের স্লোগানের বাজুক এ ঘন্টা।
নিপীড়ন জ্বালাতনে দেশ নহে তৃপ্ত ,
আছে বল বাহুতে যে তুমি তো না রিক্ত।


চারিদিকে হাহাকার রক্তের বন্যা!
শহিদ দেশের বুকে সহোদর কন্যা।
সাহসেতে বাঁধো বুক হে দামাল শক্তে!
অগ্নির লেলিহান জ্বালো ওই তক্তে।


নর খুন নারী গুম কী যে চক্রান্ত !
শোষণের দাবানল এ বিষাদে ক্রান্ত।
পুড়ে ছাই ভস্মতে অবয়ব জ্যান্ত,
মাতমের শোকাতুর হবে নাকি শান্ত ?


রুধির ক্ষরণ বহে লালে লাল সিক্ত!
নাহি ঘুমে তনুমন হও উদ্দীপ্ত।
বজ্রের হুংকারে উত্থানে মহাবীর,
শঙ্কিত শত্রুরা পরাজয়ে নত শির।