টাকাই বিভেদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-১২-২০২৩ ইং


টাকাতে জীবন বাঁচে টাকাতেই মরে,
টাকার কারণে দ্বন্দ্ব সমাজ ও ঘরে।
রেষারেষি,মারামারি,কাটাকাটি আর,
কুরুচি পোশাকে সব যত ব্যাভিচার।


টাকাতে জীবন গড়ে বিন্দু থেকে সিন্ধুু,
হোক সে মুমিন,বৌদ্ধ, খ্রিস্টান বা হিন্দু।
টাকা বলে আমি যার এ ভুবন তার,
আমাকে ছাড়া রে ভাই নাই কিছু আর।


টাকা যার সুখ আছে হাসিমাখা মুখ,
অর্থ বিনে নিঃস্ব লোক গরিবের দুখ।
রব ইশারায় কারো লাখে মিলিয়ন,
কারো নাই কারো ফের কোটি বিলিয়ন।


জগতের যত খেলা টাকাতেই হয়,
টাকা নাই জীবনের বড় পরাজয়।
সবাই তো এই কড়ি পেতে চায় হায়!
কেহ পায় আর কেহ না পেয়ে হারায়।


এই তো জীবন হায় এই তো জীবন!
টাকা বিনে পর হয় আপন সৃজন।
বিধাতার লীলাখেলা বুঝিবার নাই,
দশতলা বাস কারো গাছতলে ঠাঁই।