কাব্য নূরের আলো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ৩০-০১-২০২৩, সোমবার।


বছর ধরে নূর-দরোজা
খোলা থাকে সবার তর,
একুশে এই বই মেলা তো
একটি মাসের খুশিড় ঝড়।


আসুন সবে বারো মাসই
কাব্যমালার করি চাষ,
কাব্য নূরে উদ্ভাসিত
হোক না পূরণ মনের আশ।


দেশের তরে দশের তরে
করবো জীবন বলিদান,
কলমের এই শক্তিবলে
দুর্নীতি হোক অবসান।


অত্যাচারীর বিরদ্ধে এই
কলমই তো শাসন বাণ,
কলম সৈনিক এক হই এসো
গাই সততার জয়গান।


কাব্যনূরের আলোক রশ্মি
দীপ্তি শিখা জগতময়,
প্রভাত বেলা রাঙা ঊষায়
বিশ্বজগৎ আলোকময়।


উৎসর্গঃ কবি, সংগঠক, কথা সাহিত্যিক ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশীদ স্যারকে।