কাব্য তোমায় অভিবাদন
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২১-০৩-২০২৩ ইং


অভিনন্দন! অভিনন্দন! হে শ্লোক প্রাণের স্পন্দন!
জীবনের জয়গানে উদ্ভাসিত সুবাস ভরা চন্দন।
রচিত তুমি নজরুলের শানিত কলমের ধার,
প্রেমের আবেশে তার অনুরাগে সৃষ্টি রচনার।


তুমি পল্লী কবি জসিম উদ্দিনের পল্লীবালার স্মৃতি,
হবে না ক্ষুন্ন কখনো তব প্রেমের সাধন প্রীতি।
তুমি আকাশ ছোঁয়া ভালোবাসা আমজনতার,
দুঃখ কালিমা দূর করার দান বিধাতার।


তুমি শত সহস্র দুখিনী মায়ের অশ্রুভেজা কথা,
সমাজ বদলানো জাগ্রত বিবেকের নীরবতা।
তুমি হৃদয়ের স্নিগ্ধতা তাজা ফোটা ফুল,
পথ হারা পথিকের দিশারি, পদ্মা নদীর দু'টি কূল।


তুমি তো মানব জীবনের কল্যাণের উদ্ভাস,
কষ্টের মাঝে স্বস্তিতে ফেলা এক নিশ্বাস।
তুমিই তো প্রাণের প্রিয় সেই কবিতা,
যা হৃদয়ের করিডোরে উদীয়মান সবিতা।
=====================


আজকের এই দিনটি বিশ্ব কবিতা দিবস হিসেবে প্রতিবছরই পালন করা হয় সেই ১৯৯৯ ইং ২১ শে মার্চ মাস থেকে।
১৯৯৯ সালের এই দিনটিকে ইউনেস্কো কর্তৃক ৩০ তম সাধারণ সম্মিলনে  বিশ্ব কবিতা দিবস হিসেবে পালন করার ঘোষণা প্রদান করা হয়। সেই দিন থেকে এই দিবস পালনের উদ্দেশ্যে বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়।


মহান কবিতা দিবস উপলক্ষ্যে বিশ্বের সকল কবি,সাহিত্যিক লেখক -লেখিকা, পাঠক-পাঠিকা, তথা সর্বশ্রেণির সর্বসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।