কাঁদবে সবাই শোকে
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৫-০৮-২০২২ ইং সোমবার


প্রথম যেদিন জন্ম তোমার এই না ভুবন পরে,
কাঁদছিলে যে হাসছিলো সব তোমার আঁতুড় ঘরে।
আনন্দেরই জোয়ার ছিলো সবার মনে মনে,
মা ও বাবা আত্মহারা প্রতি ক্ষণে ক্ষণে।


তোমার কাঁদন সবার খুশি জন্ম লগন যখন,
অশ্রু ঝরে নয়ন ভরে উঁ আ ডেকে তখন।
এই ধরাতে পেলো যেন আসমানের চাঁদ হাতে,
আদর সোহাগ যত্ন কত দিন অথবা রাতে!


ধীরে ধীরে হচ্ছো বড় শিশু থেকে কিশোর,
শিক্ষা নিতে যাচ্ছো দূরে দামেস্ক ও মিশোর।
প্রত্যয়ে পণ করতে হবে জীবন আলোর পথে,
মরণ পথের যাত্রী হলে চলন স্বর্গ রথে।


শিক্ষা নিয়ে দীক্ষা করো সমাজ সেবক হয়ে,
জীবন নামের যুদ্ধ মাঠে কষ্ট জ্বালা সয়ে।
সমাজ হবে আলোকিত ফুটবে মুখে হাসি,
শ্রদ্ধা করে থাকবে পাশে তোমার কাছে আসি।


এই ভেবে যাও লড়াই করে মানুষ হওয়ার পণে,
নিজ্ সুখে না পরের সুখে থাকো সবার সনে।
এমনিভাবে কীর্তি গড়ো বাসবে ভালো লোকে,
মরবে যেদিন হাসবে তুমি কাঁদবে সবাই শোকে।