কাগজের ফুল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৭-১০২০২৩ ইং


চব্বিশ বছর পার হলো তোমার প্রতীক্ষায়!
আজও আছি বসে শুধু তোমারই  আশায়,
মন পিপাসায়, একা নিরালায়!
পাখিরা উড়ে শূন্য আকাশে, গেয়ে যায় গান হরষে ,
চেয়ে চেয়ে দেখি গাছের শাখায় পাতা নড়ে, ঝরে পড়ে বাতাসে, আমি প্রেম তৃষ্ণার্ত এক অভাগা প্রেমিক, দেহ মন তন অবশে!


কত কষ্টে কাটে নিভৃতে নিরালাতে কষ্টের সে  প্রহর!
কত জনে পাঠালাম এ মনের বার্তাখানি  কেমন আছো তুমি?  হায়রে কপাল! তবু এলো না কোনো  খবর, অশ্রু চোখে কাঁপে জঠর!
আমি জানি, এ পথ দিয়েই যাবে তুমি,
ধন্য হবে তোমার পদধূলির ছোঁয়ায় এ চারণভূমি।


আমি জানি, আসবে ফিরে এই নৌ-পথে
মাঝি হয়ে দঁড়িয়েছি তাই, নোঙ্গর ফেলেছি সাগর পাড়ে;
কত দিন কেটে গেলো, কত রাত ভোর হলো!
না পেলো দেখা তব এই চক্ষু যুগল, অবিরত বুক ভেসে যায় , দু-চোখের লোনাপানির ভারে।


আর কত ঝরালে আঁখি দ্বয় !
দেবে প্রিয়া দেবে তুমি ভালোবেসে হাতছানি।
আর কত হলে হৃদয়ে রক্ত ক্ষরণ!
কাছে এসে বলবে, ভালোবাসি প্রিয়!
কেঁদো না, আর কেঁদো না, ভুলিনি এইতো আছি আমি।


জীবন যৌবন সবই গেলো, আরও গেলো মান-সম্মান, জাতিকুল,
জানি না, ভালোবেসে করেছি আমি এ কী ভুল! দেবো আর কত মাশুল!
জেনে গেছি, আজ আমি জেনে গেছি
আসবে না ফিরে আর কোনদিন, ফুটবে না, ফুটবে না বাগে ফুল!
তোমাকে ভালোবেসে হারালাম জীবনের দুই দু'টি কূল।
আজ আমি ঝরে পড়া গন্ধবিহীন কাগজের এক ফুল!