কালিমার তফাৎ
মোঃ ইব্রাহিম হোসেন


তুমিও মানুষ আমিও মানুষ রক্ত দেহের লাল,
একই কালিমার ব্যাখ্যা দিতেই আমার করুণ হাল!!
তোমার কালিমা তোমাকে হাসায়
আমার কালিমা আমাকে কাঁদায়,,
মিছা অভিযোগ গঞ্জনা আর ফাঁসানোর এক চাল।
একই কালিমার ব্যাখ্যা দিতেই আমার করুণ হাল!!


সৃষ্টিকারীর আমরা গোলাম সকলেই দাস-দাসী,
তাঁর কোরানের বিধিনিষেধের বর্ণনাতেই ফাঁসি!!
হক কথা আজ মরণ কবল
তিক্ত যে খুব বিষের ছোবল,,
ফাঁসির মঞ্চে দাঁড় করানোর ষড়যন্ত্রের জাল।
একই কালিমার ব্যাখ্যা দিতেই আমার করুণ হাল!!


তোমার কালিমা সুখের সাগর চিরকাল বহে নদী,
আমার কালিমা ব্যথার বাহক জ্বালাতন নিরবধি!!
একই কালিমার দুই দু'টি রূপ
বজ্রকণ্ঠে-ও নীরবে চুপ,,
তোষামোদকারী সুখী বাড়ি গাড়ি সত্যকে দেয় ফাল।
একই কালিমার ব্যাখ্যা দিতেই আমার করুণ হাল!!


(রচনাকালঃ ০১-০৩-২০২৩ ইং বুধবার)