কালোর মাঝে আলো
মোঃ ইব্রাহিম হোসেন


কৃষ্ণবর্ণ দেহের মানুষ
সবাই বলে কালো,
ভাবো'রে মন কালোর মাঝে
খুঁজে পাবে আলো।


চকচক করলে হয় না সোনা
সোনার মত খাঁটি,
অন্তর তোমার সাফ না হলে
সুন্দর দেহ মাটি।


অবহেলার পাত্র কি হয়
কালো হলেই বলো ?
কালোর মাঝেও নূর আছে যে
জগৎ করে ধলো।


আল কোরআনের হরফ গুলো
কৃষ্ণবর্ণে লেখা,
বিশ্লেষণে পাবে খুঁজে
স্বর্গ সুখের দেখা।


দূর করো সব কালোর বিভেদ
মানস করো সাদা ,
সাদার মাঝে মাকালের বাস
সর্বাঙ্গেতেই কাদা।