কালোর মাঝেই আলো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১২-০৩-২০২৩ ইং


কে বলেছে কোন্ জ্ঞানীজন
নয়রে কালো ভালো ?
আল-কোরানের হরফ দেখো
কালোর মাঝেই আলো!


মাথারই চুল চোখের মণি
কৃষ্ণ বরণ হলে,
মদিরই ন্যায় নয়ন কাড়ে
আমজনতা গলে।


রাতের আঁধার কৃষ্ণ বরণ
শান্তি আনে ঘুমে,
পূর্ণিমা চাঁদ তাই আলো দেয়
জগতবাসী চুমে।


কোয়েল কোকিল দেখতে কালো
কী সুমধুর সুরে!
বৃক্ষ শাখে গায় গীতি গান  
চিত্ত সবার জুড়ে।


ভরা নদীর জল দেখো তাও
স্বচ্ছ না তা ঘোলা,
মনটা সাদা কালো নারীর  
হৃদয়ে দেয় দোলা।


রূপে গুণে সর্বসেরা
অন্তরে বিষ ভরা,
প্রকৃত জন নয় সে কভু
নোংরা হৃদয় জরা।


বিশেষ দ্রষ্টব্যঃ "নাজাতের নাও" ইসলামিক যৌথ কাব্য গ্রন্থটিতে অংশগ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই আইডির ইনবক্সে।
Md Ibrahim Hossen Rajshahi.