কেমন মুসলমান ?
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-১২-২০২২ সোমবার।


তোমার ভাইয়ের রক্ত চুষে
নিচ্ছে যারা প্রাণ,
গাইছো ভবে তাদের জয়ে
তাদেরই জয়-গান।


যেই দেশেতে হচ্ছে না ওই
আযান ধ্বনি আর,
নির্যাতিত মুমিন সকল
দুঃখে একাকার।


পড়লে নামাজ হয় যে নারাজ
বক্ষে ছুঁড়ে তির,
বুক ফাটে হায় মুখ ফোটে না
চোক্ষে ঝরে নীর।


শত্রু সংঘাত অঙ্গে আঘাত
ভাঙে মসজিদ ঘর,
কাফের তারা বিবেক হারা
চিত্ততে নাই ডর।


তাদের প্রেমে মজনু সেজে
মারছো নিজের ভাই,
রেষারেষি দেশ-বিদেশী
সম্পর্ক ঠিক নাই।


দুনিয়া দু'দিন নামাজ বিহীন
শান্তি না পায় দিল,
ইহুদিদের সঙ্গে তবে
ক্যামনে করো মিল?


ওহে মানব তোমরা বলো
কেমন মুসলমান?
দ্বীনের কালাম নাই যে সালাম
আল্লাহ মেহেরবান।