কেউ না মায়ের মত
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৯-২০২৩ ইং শুক্রবার।


আচ্ছা খোকা প্রশ্ন করি
উত্তরে তুই ক'তো,
এই দুনিয়ায় হবে কি কেউ
মা দরদির মতো ?


নাইকো বাবা জানা আমার
এইটুকুটাই জানি,
একটু যদি হই দূর মা'র
ঝরায় চোঝের পানি।


আচ্ছা বাবা বলতো দেখি
কার মণি তুই চোখে?
তাও জানি না মাফ করে দেন
মা কাঁদে মোর শোকে।


আচ্ছা বাবা বলতো শুনি
কে চুমু দেয় মুখে ?
হাজার ব্যথা কষ্ট ক্লেশেও
দেয় চুমু মা সুখে।


আচ্ছা বাবা বলতো এবার
মার দিয়েও কে কাঁদে ?
হাজার স্নেহ ভালোবাসায়
মমতায় মা বাঁধে।


মায়ের মত কেউ কি তোকে
আগলে বুকে রাখে ?
না না বাবা তিল কসুরে
চোখ রাঙিয়ে থাকে।


তাই তো বলি খোকা তোরে
কেউ না মায়ের মতো,
মায়ের প্রতি শ্রদ্ধাভরে 
করিস মাথা নতো।