খাঁচায় বন্দি পাখি 
ইব্রাহিম হোসেন 
===========


বনের পাখি ধরে আনি
বন্দি খাঁচায় রাখি, 
খাঁচার ভিতর কিচিরমিচির
আম্মু ডাকে পাখি।


খাঁচার উপর উড়ে বসে
মা পাখিটা  এসে, 
এক নিমিষেই কান্না থামে
বাচ্চা পাখির শেষে।


অপলকে দেখি পাখির
মায়ের ভালোবাসা,
মিটে গেলো আমার প্রাণের  
পাখি ধরার আশা।


আমরা যেমন স্বাধীন মানুষ
স্বাধীনভাবে চলি, 
বিবেক টাকে জাগায় তুলে
তাদের কথাই বলি।


বন্য পাখি স্বাধীনভাবে
উড়বে বনের মাঝে,
কিচিরমিচির গান শোনাবে
সকাল দুপুর সাঁঝে।


তাদের মনেও স্বপ্ন আছে
স্বাধীনভাবে বাঁচার,
খুলে দিবো দরজা আমি
বন্দি পাখির খাঁচার। 


দরজা খুলে দিলাম খাঁচার
পাখি গেলো উড়ে, 
মনের সুখে গান ধরে যে
কিচিরমিচির করে।


বনের পাখি বনে গেলো  
উড়ে ডানা মেলে,
উন্মুক্ত নীল আকাশে
নাচে হেসে খেলে।