খাঁটি প্রেমিক তানেসউদ্দিন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৫-০১-২০২৩, বৃহস্পতিবার।


একান্নটি বছর ধরে
চোখেরই জল শুধুই ঝরে
তানেসউদ্দিন এর,
চৌষট্টি সাল প্রেমের শুরু
প্রেম ইতিহাস উরু উরু
দম যেনো হয় বের।


দু'জনার দুই ঠাঁই বসবাস
আনচানে মন তাই হাহুতাশ
মেঘনা নদীর পার,
পারাপার হন নৌকা করে
প্রেমিকাকে দেখার তরে
জোহরা নাম যাঁর।


দশম শ্রেণীর ছাত্র ছিলেন
জোহরাকে মনটা দিলেন
দিন কাটে তাঁর বেশ,
ক্লাস এইটের ছাত্রী তিনি
তাঁর প্রেমে হায় হলেন ঋণী
কী আনন্দের রেশ!


আসলো সময় একাত্তর সাল
নিদারুণ এই দেশেরই হাল
যুদ্ধে যাবেন ভাই!
দু'জনার হয় মত্ বিনিময়
ছিনিয়ে এনে দেশের বিজয়
ঘরে নেবেন তাই।


প্রশিক্ষণে অস্ত্র ধরেন
দেশের তরে লড়াই করেন
দীর্ঘ ন'টি মাস,
রক্ত ঝরে প্রাণের ক্ষয়ে
যুদ্ধ তবু মৃত্যু লয়ে
শত্রু করেন নাশ।


মুক্তিযোদ্ধা বীরের বেশে
বিজয় পেয়ে হেসে হেসে
যান জোহার ঘর,
নাই জোহরা সেথাতে আর
বাবা মেয়ে হত্যার শিকার
মিলিটারির কর।


ভেঙে পড়েন তানেসউদ্দিন
জীবন বৃথা জোহরা হীন
হারান জীবন কূল,
বুক পকেটে তাঁর ছবি খান
বিষাদী মন বিরহী গান
ফুটলো না আর ফুল।