ক্ষেপণাস্ত্র
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-১০-২০২৩ ইং


স্বৈরাচারীর উৎপীড়নে ঝরছে তাজা রক্ত,
থাকবে কত বশ্যতায় আর জালিমদেরই ভক্ত!
ভয় পেওনা তোমরা তরুণ গড়তে হবে তক্ত,
মুক্তি পেতে যুদ্ধ করো মুষ্টি ধরো শক্ত।


হস্তে ধরো অসি কেতন দেশ বাঁচাতে যুদ্ধ,
শান্ত মনের অশান্ত রূপ করতে হবে ক্রুদ্ধ।
আর কতদিন থাকবে ভবে শত্রুর ভয়ে জব্দ?
আনতে হবে ছিনিয়ে বিজয় গৌরবের এই লব্ধ।


সাহস বুকে প্রত্যয়ে পণ ভাঙতে জালিম ঘাঁটি,
সাগর নদীর তরঙ্গে বাও নৌকা উজান-ভাটি।
চলার পথে সঙ্গী করো আয়ুধ ঘটিবাটি,
রক্ষা করো ওহে তরুণ! পবিত্র এই মাটি।


দেশ জনতা তাকিয়ে আছে তোমাদেরই পানে,
চক্ষু যুগল খুলে দেখো ভাসছে নয়ন বানে।
বৈরীদলের আক্রমণে বিদীর্ণ বুক বাণে,
এই আকুতি বাঁচার তাগিদ জীবন নামের প্রাণে।


তোমরা যুবক মহাপুরুষ হস্ততে নাও অস্ত্র,
অঙ্গে পরো শত্রু নিধন রণাঙ্গনের বস্ত্র।
বিশ্ব জয়ের বীর সাহসী তোমরা ফিদেল-কাস্ত্র,
বোমা বারুদ গোলার আগে বিকট  ক্ষেপণাস্ত্র!