খোকার বস্ত্র দান
মোঃ ইব্রাহিম হোসেন

রাত পোহালে খুব সকালে
খোকা পথের ধারে,
বস্ত্রবিহীন এক দুঃখী হীন
দেখে শীতের জাড়ে।

থরথরানি কী কাঁপুনি
কেমন করে চলে !
কষ্টতে তার কান্না খোকার
নয়ন অশ্রু জলে।

দৌড় দিয়ে সে মায়ের কাছে
বলে বিনয় করে ,
মাগো কাঁপে শীতের কোপে
দাও কিছু তার তরে।

স্বপ্ন আঁকি আমরা থাকি
সুখ মহলের 'পরে,
শীত কুয়াশা নেই তো আশা
ঝড় বাদলে মরে।

একটি চাদর করে আদর
খোকা দিলো তাকে,
এই মোনাজাত থাক্ সুখে থাক্
জীবন নদীর বাঁকে।