খোকার ঈদ  
ইব্রাহিম হোসেন  
============


আজকে ঈদের মহা খুশি, সবার ঘরে ঘরে
ছোট্ট খোকা বিনয় করে, বলে মায়ের দ্বারে,
দাও না আমায় নতুন জামা, ঈদের নতুন বারে
ঈদের মাঠে পড়তে নামাজ,  যাব গায়ে পরে ।


মনের ভিতর দুঃখ নিয়ে, মা যে বলে খোকায়  
তোমার তরে নতুন জামা, আনবে তোমার বাবায়,
ছোট্ট খোকা অনেক খুশি, থাকে জামার আশায়
এইদিকে যে ঈদের সময়, গড়িয়ে চলে যায় ।  


একটু পরে বাবা এলো, শূণ্য-খালি হাতে  
করুণ স্বরে নাড়া দিল, বাড়ির দরজাতে ,
জড়িয়ে ধরে ছোট্ট খোকা, বলে বাবাকে
দাওনা আব্বু নতুন জামা, তুমি আমার হাতে।


অশ্রু জলে সিক্ত হয়ে, বাবা কাঁদে হায়!
পাইনি জামা খালি হাতে, এলাম ফিরে তাই,
দ্বারে দ্বারে গেলাম আমি, কেহ পুছে নাই  
আঁখি লাজে বোবা হয়ে  অশ্রু ঝরে যায়।


ছোট্ট খোকা মুছে বাবার, দুই চোখেরই পানি
আর নিব না ঈদে বাবা,  নতুন জামা খানি,
যা পেয়েছি বাবা তোমার, ভালোবাসা আমি
নতুন জামা দূরের কথা, হীরার চেয়েও দামি।


(  রচনার তারিক - ২৮-০৭-২০২০ ইং  )