খোকার হাসি  
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-১০-২০২৩ ইং


চোখের মণি তুই
যত্ন করে থুই
আমার বুকের পিঞ্জরে,
আয়রে বুকে আয়
মন তোকে যে চায়
মন শহরের গঞ্জ'রে।


কেউ তো আমার নাই
এই বুকে তোর ঠাঁই
থাক সারাক্ষণ অন্তরে,
তুই এ বুকের ভুঁই
নীলাকাশ ছুঁই ছুঁই
তেপান্তরের প্রান্তরে।


জীবন নদীর কূল
ফুল-বাগানের ফুল
মন ভরে যায় আম্বরে,
মেঘের ভেলা ওই
কই খোকা তুই কই?
দেখ্ না চেয়ে অম্বরে।


আসলো ছুটে তাই
বাবার কোলে ঠাঁই
খোকার হাসি ফুটলোরে,
গুনগুন স্বরে গান
মধুর সুরে তান
ভ্রমর ফুলে জুটলোরে।