ক্ষণিকের ক্ষণ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০১-২০২৩ ইং


দু'দিনের দুনিয়ায় - কান পেতে শুনে হায়
কাঁপে বুক থরথর,
এই আছি এই নাই - ভবে সব মিছা ভাই
সকলেই হবে পর।


ফুরাবে যেদিন দম - ক্রন্দন হরদম
স্বজনের আহাজারি,
অথর দেহটা শব - শোকের মাতমে রব  
কবরটা হবে বাড়ি।


ভালো কাজ করে গেলে - চিরদিন রবে দিলে
হবে না তা কভু ম্লান,
দ্বীন 'পর যোদ্ধার - সম্মান শ্রদ্ধার
অক্ষয় জয়গান।


হয় যদি দীন হীন - স্মরণের অমলিন
সততায় নাম যাঁর,
ক্ষয় নয় অবদান - সে-ই তো চির মহান
শীর্ষতে ঠাঁই তাঁর।


বিধাতার ইশারায় - খুব সুখী এ ধরায়
যদিও হয় দুঃস্থ,
শান্তির ছায়াতলে - দুঃখকে পায়ে দলে
তবুও রয় সুস্থ।


এ তো এক নিয়ামত - প্রভুর-ই রহমত
থাকিলেই রব খোশ,
এসো তাঁর গান গাই - নামাজ কালামে তাই
হাসিল করিয়া তোষ।


যম এলেও স্বস্তি - নাহি হারায় অস্তি
ইহ-পরকালে ভাই,
মানুষের ক্ষতি নয় - নয় কোনো অপচয়
মুমিনের সাজা নাই।