ক্ষনস্থায়ী জীবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২২-০১-২০২৪ ইং


ওপারের ডাক এলে সব কিছু যাবে ফেলে
সাথী হবে কবরটা বাতিহীন ঘরে,
তুমি আমি সে বা তারা বৈভব সব হারা
শূন্য জীবন রবে ধুধু মরু চরে।


দু'দিনের জামানায় হারামের এ কামায়
বিবেকের বলিদানে এ তো মহাপাপ!
সিন্দুকে ভরা কত স্বর্ণখনির মত
টাকা-কড়ি সোনা-দানা বড় অভিশাপ!


জীবনের লেনাদেনা কাছে এসে দেবে হানা
মরণের আগে চাই সব শোধ করা,
সুদ ঘুষ জমিদারি কত টাকা বাড়ি-গাড়ি
নিলামে রইবে তাহা পরকালে ধরা।


কাম ক্রোধ লোভ মোহ করো আজ অহরহ
গায়ের জোরেই চলো অবনী'র 'পরে,
অশালীন কথা আর লালসায় ব্যভিচার
মন যাহা চায় তাই আয়েশের তরে।


অতীতের দিকে দেখো অনুভবে ফিরে শেখো
দাদা-দাদি নানা-নানি কোথা আজ তারা?
আজ তুমি মহারাজ বিবেকের শিরে বাজ
ক্ষণিক সুখের তরে কেনো রহ খাড়া ?


তাদের মতই ভবে আহা চলে যেতে হবে
এসো এসো ফিরে ভাই দ্বীনে করি কাজ,
হাশরের ময়দানে রেহাই পাইবে ত্রাণে
মহা রব দর্শনে নূর শিরে তাজ।