খুব সাধারণ আমি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ২৪-০১-২০২৩, মঙ্গলবার
সময়ঃ ১ঃ ২৩ পি এম।


নয় জ্ঞানী মন বিখ্যাত জন
খুব সাধারণ আমি,
শিশির বিন্দু নই কো সিন্দু
নাই ভবে নাম দামি।


অল্প জ্ঞানে রবের ধ্যানে
কাটে জীবন'খানি,
দুঃখ পেয়ে দুখের নায়ে
ঝরে চোখের পানি।


সর্ব জ্ঞানী নামি-দামি
অর্থশালী ধনী,
ধরাধামে মূল্যবানে
স্বর্ণ হীরার খনি।


ধন বিহীনে মন গহিনে
একলা দুখের সাগর,
পারিনি তাই উচ্চতে ঠাঁই
গড়তে আসন আগর।


ক্ষুদ্র আমি শিষ্য সবার
পড়ে থাকি তলে,
উচিৎ কথা বললে ব্যথা
তেলেবেগুনে জ্বলে।